Uploaded On : April 10, 2019
চলছে চালাকের স্রোত
সমাজের নদী বেয়ে
ঠুনকো অজুহাত নিয়ে নকুল দানা
কাটিয়ে যাচ্ছে গুরুদায়িত্ব
কবে কে পড়বে পাঁকে
ধুর্ত ধ্যান করা সাধকও আজ
ফেঁদেছে চালাকির ফাঁদ
বাউল ধরেছে বাহারিয়া গান
কটুবাক্য আওড়াচ্ছে আততায়ী
নেতা পথ দেখাচ্ছে পথহারা
সবাই পেতেছে ধান্দা
খুঁজছে খুজলি খরগোশের গতিতে
তবে,
এ সভ্যতা কী টেকার আশা আছে
না কী নকুল দানা অজুহাতের রাজ্য পাবে।