Uploaded On : April 10, 2019
আজ সব খেলা শেষ
এখন শুধু বুঝে নেবার পালা,
আকাশ কুসুম স্বপ্ন নয়
সত্তি খোঁজা দিনের বেলা।
মিথ্যে খেলায় পাগল যখন
দিন কেটেছে সুখে,
মনের রঙে ভাসিয়ে হৃদয়
আপন করেছো বুকে।
কোনো ছলনা ছিলোনা তার
সত্তি ভালোবেসেছে তোমায়,
মিথ্যে নাটক করেছো তুমি
করে গেছো প্রেমের অভিনয়।
কতো দিন কতো মাস
কেটেছে মধুর বিকেল,
শুধু ভালোবাসাই দিয়ে গেছে
জীবনে ঘটেনি মীরাক্কেল।
এখন তোমার সব চাওয়া শেষ
ধড়া পড়েছে মুখোস,
আঘাতের যন্ত্রনায় কাঁদছে সে
করছো এখন ফোঁস।
ব্যাথার আগুন জ্বলছে তাঁর
এখন নেইকো কোনো উপায়,
পথের শেষে আর নেইকো পথ
এ জীবন কে বাঁচায়।
দৃষ্টিকোন
সমরেশ পর্বত
যখন তুমি সন্ধ্যা রাতের তারা
আমার চোখে পূর্ণিমার চাঁদ,
সবার উপর থাকো তুমি
এনে দাও মায়াভরা রাত।
মাটির বুকে আকড়ে ধড়ো
নেমে আসো ঘড়ে,
জানালার ফাঁকে দাওয়ে উঁকি
একলা প্রেমিক খুধায় মরে।
কল্পলোকে স্বপ্নো জাগাও
মনের ক্যানভাসে,
চাঁদ ছাড়া জ্যোছনা কি
পূর্ণতা আসে।