Samokal Potrika

বয়সটা  মাঝেমাঝে ফুরফুরে হয়ে যায়

হাওয়া অফিসে জানতে চাইলেও 

সঠিক উত্তর মেলেনি।

গুগুল ও বাতলে দিলো না 

অথচ খানিক প্রশ্ন ।

সূর্যোদয়, সূর্যাস্ত, জোয়ার ভাটা দিনপঞ্জির নানা রঙে

সন্ধ্যা নেমে এলো।

চেটাই এ বসে দুলেদুলে পড়ার সময়

শ্রীকান্ত বহুরূপী লাফ মেরে লম্প যখন নিভিয়ে দিলো

তখন ওই মিটমিটে জোনাকি ই ভরসা।

 

ফাঁকতালে লসাগু গেলো গুলিয়ে 

আর লব হর কাটাকুটি সংসারে ।

অথচ বর্ষা এসে ভিজিয়ে দেয়,

শীতের ঝরা পাতায় লেখা হয় প্রেম।

সেই প্রেম বাঁধা পরে বসন্তের রাঙা পলাশে।

 

ফুরফুরে হাওয়ায় আগুনরঙা শাসন চাপা পড়লেও

কোনো বয়স ই ক্ষিদের বাঁধা মানে না 

আর তাই ওই ক্ষিদে মায়ের কথা বড্ড মনে করিয়ে দেয়।