Samokal Potrika

ওরে রমেশ কাল সকালে 

বাংলাদেশে যাবি

সেখান থেকে হেঁটেই যাবো 

স্পেন ও আবুধাবি। 

 

রমেশ বলে সে আমি তো 

যাচ্ছি প্রতিদিনই!

সূর্য থেকে রশ্মি এনে 

করছি  বিকিকিনি!

 

পিরামিডের দেশটা ঘেটে

উটপাখিদের ছানা,

একটাকাতে বেচে দিলুম 

তিন'শত এক খানা।

 

অনেক বেশী দাম পেয়েছিস 

ওরে বোকা ছেলে,

রাশিয়াতে এক টাকাতে 

তিন'শ হাতি মেলে।

 

কাল সকালে যাচ্ছি তবে

বাংলাদেশের গ্রামে,

মস্কো থেকে দুই পাগলে 

দিল্লী এসে নামে।

 

তাদের সাথে আকাশ পথে 

কাদের নাকি দেখা,

মেঘের ওপর বসে ছিলেন  

বব্রুবাহন একা।

 

তারই নাকি মামায়,

জাপান থেকে সেরা খাবার

এনেছিলেন জামায়,

এসব শুনে বললে রমেশ 

সেবার ছিলাম ঘানায়,

আকাশ সুদ্ধ তারা গুলো 

আটকেছি এক থানায়।

 

যাচ্ছি এখন চাঁদে, ওখানটাতে 

ঠানদি আমার, পাথরে ভাত রাঁধে,

লাগবে সময় কত? বললে আমায়-

এই ধরোনা নিজের ইচ্ছেমতো!!