Samokal Potrika

জ্বলছিল আশার প্রদীপ,

হঠাৎ গেছে নিভে৷

ডাকছিল পাখির দল,

আজকে গেছে থেমে৷

 

ফুটেছিল যত ফুল,

ঝরে গেছে আজ৷

সজল নয়নে দেখি,

প্রেমের নতুন সাজ৷

 

সাজানো বাগান আজ,

ধূ ধূ মরুভূমি৷

চলে গেছো বহুদূরে,

পর শুধু আমি৷

 

বেদনা আর হতাশায়,

ভরেছে মোর হিয়া৷

খুশির দোলায় দুলছো তুমি,

আনন্দে মাতিয়া৷

 

যা ছিল সুখের স্বপন,

দুঃস্বপ্ন হয়ে;

ভরিয়েছে আমার ভূবন,

মিথ্যে অভিনয়ে৷