Uploaded On : May 25, 2019
খরো রোদ নেয় শক্ত ঢিলার ঘ্রাণ
প্রতিবেশী মেয়েটি হেঁটে যায় লাল ব্লাউজের শরীরে
কলঙ্ক এঁকে দেয় সূর্য নামের পুরুষ
সূর্যমুখী ফুলের ছায়ায় কিছু সময় নীরবতা
অতন্দ্র সীমান্তে মাটির দেওয়াল
প্রাণভয়ে মেয়েটি লজ্জাবস্ত্র গায়ে জড়ায়
ঝোঁকে পড়ে সূর্য আদর মাখায়
নতুন আলোর প্রাণে সারা গাঁ বেঁচে ওঠে
মৃত্তিকাচারী মেয়েটির স্পর্শে ।