Samokal Potrika

খরো রোদ নেয় শক্ত  ঢিলার ঘ্রাণ 

প্রতিবেশী  মেয়েটি হেঁটে  যায়  লাল ব্লাউজের  শরীরে 

কলঙ্ক  এঁকে  দেয় সূর্য নামের  পুরুষ

সূর্যমুখী ফুলের  ছায়ায় কিছু সময়  নীরবতা 

অতন্দ্র  সীমান্তে মাটির দেওয়াল

 

প্রাণভয়ে  মেয়েটি  লজ্জাবস্ত্র গায়ে জড়ায় 

ঝোঁকে  পড়ে সূর্য  আদর মাখায়

 

নতুন  আলোর  প্রাণে সারা গাঁ  বেঁচে ওঠে 

মৃত্তিকাচারী মেয়েটির  স্পর্শে ।