Samokal Potrika

দেওয়ালেরও কান আছে
ও শুনতে পায়!

প্রতিদিনের অন্তর্দৃষ্টি, অন্তর্কলহ, সবটাই---
কিছু বলে না,
ওকে সবটাই সহ্য করে নিতে হয় 
শুষে নিতে হয়---
ঠিক মাটির মতন।

চারপাশে দাঁড়িয়ে থেকে একাকীত্বকে শুষে
স্থির থাকে নিজের বিন্যাসে।
কত কথার বিশ্বাস থাকে ওর কাছে
কখনো টু শব্দ করে না।
কখনো বিশ্বস্ততা ভেঙে 
কাউকে কিচ্ছু বলে না।

হৃদয় জুড়ে যখন আনন্দ বা প্রহসন,
বাইরের পৃথিবী তা জানতেও পারে না
ও সবটুকু শুষে চারপাশটা আগলে রাখে।

কান্না, আনন্দ, সুখ, দুঃখ সব কিছুতেই অনড়
মাঝে মাঝে ওকে আমার ঋষি মনে হয়
এতটাই অবিচল, সহ্যতা 
আমাদের তো নেই। 

বিনিময়ে চায় না কিছুই
বলে না কিছুই, বোবা চাহনি চেয়ে থাকে
নিজস্ব বিশ্বাসে।

যেন মনে হয় বলছে----------
আমি সব দেখতে, বুঝতে,জানতে পারি
তবু কিছু বলি না, জানি সময় আছে
সব সমীকরণ অসমীকরণের সমাধান করে দেবে।