Samokal Potrika

মেঘ কন্যা সারাবেলা
কান্না করে হায়,
তার কান্নায় চারিদিকে
জলে ভরে যায়।

মেঘ কন্যা অভিমানে
মুখ করে কালো,
তাইনা দেখে সূর্য মামা
দেয় না তো আলো।

মেঘ কন্যা মেঘ কন্যা
তোমার বাড়ি কই?
দূরের ঐ আকাশে নাকি
বানাবো তোমায় সই।

মেঘ কন্যা মেঘের দেশে
সারাদিন করে খেলা,
ভেসে ভেসে নীল আকাশে
বানিয়ে মেঘের ভেলা।

অভিমানী মেঘ কন্যা
রঙটি তোমার নীল,
বৃষ্টিমণির সাথে তোমার

অনেক অনেক মিল।..