Samokal Potrika

তোর মায়ায় জড়িয়ে জাতি-বর্ণ চিহ্নিত প্রেম
আমার আজন্মকাল
মায়াময় তোর দেহে উঠে আসে
পশ্চিমাঞ্চলের স্রোত ও সময়...

আহ্ কি মায়ায় এই শহরের অসংখ্য জীবন
উঁকি মারে ঢেউ খেলে জরায়ুর খুব গহিনে

তবু এমন সব জলের কথোপকথন 
নামমাত্র মুল্যে বরাদ্দ দেওয়া হয়েছে 
বরাদ্দ দেওয়া হয়েছে তার অতীত...

আর 
ভুলবাল ঠকঠক করে কাটাই সময় সরকার 

এখন বাঙালি নদী আমায় নিয়ে চলো 
তোমার জলে কিংবা ডাঙায় বর্তমানে 
যেখানে মৃত কোন গল্পের নায়ক নেই
আছে জেলে আর তাঁতিদের গভীর প্রেম
আর বুননকৌশল আবিষ্কার ইতিহাস...