Samokal Potrika

পরিবার

আঙ্গুল ধরে হেঁটেছি,
কখনও একাকী চলতে হোঁচটও খেয়েছি;
আবার উঠেছি, সবার হাসি-কান্নার সাথিও হয়েছি,
কেউ আছে, কেউ নেই,
ভাঙ্গা-গড়ার উত্থানপাথানে,
হিংসা-ক্ষোভ, হানা দিয়েছে প্রতিটি পদক্ষেপে;
থেমে গিয়েছে জীবন, শুরু হওয়ার মধ্যেখানে।
সবটাই শূন্য, চলো না আমরা আবার হাসি।

একসাথে, শেষ থেকে শুরু করে।।


স্মৃতি

উড়ন্ত ডানা, রোদ ঝলমলে দুপুরে
হালকা বয়ে যাওয়া শীতল হাওয়া-
হৃদয়ের স্পন্দনে পাখিটার বুক দুরুদুরু;
সুদূর ভবিষ্যতে নদীর কলতান
অতীতের স্মরণে সোনার মালঞ্চ
শুভ্র, তুই মৃত ক্যানভাসে
বেশ ফুটিয়ে তুলেছিস ছবিটা।
জিতেও হেরে গিয়েছি তোর কাছে।