Samokal Potrika

নৌকোর পালে এখন বাতাসি ভালোবাসার গন্ধ ,

রহস্য আর ভাস্কর্যের দোলাচলে পাটাতনে 

মুঠো মুঠো চাঁদের উপস্থিতি , 

প্রত্যাশার আলোয় সময় ঝরে ছইঘেরা কেবিনে ।

এবার শুরু হবে বালিশে মুখ গুঁজে  সুখ খোঁজা । 

তিরতির করে বইবে স্মৃতি , 

শীর্ণ বটের ঝুরি নামতে নামতে 

ফুঁড়ে দেবে মাটির হৃদয় । 

নদী , নারী আর নৌকো 

ডাকনামে ভেসে যাবে জলের গভীরে ।