Samokal Potrika

কবির মৃত্মু নেই

তবু সে বিয়োতে পারেনা

প্রাঞ্জল একমুঠো কবিতা নিদেন।  

তথাপি আমৃত্যু অপেক্ষায় থাকে নীরা বা বনলতা সেন। 

 

কবির মৃত্মু নেই

তবু সহস্র কবিতার ভ্রুন

প্রলম্বিত ভূমিষ্ঠের অপেক্ষায়

ছটফটায় সারোগেটেড জঠরে।

 

কবির মৃত্মু নেই

তবু শতছিদ্র মশারীতে বাগ্ময় রাত্রিযাপন,

ঠোঁট-ছ্যঁকা সিগারেটের সুখটান কার্নিশে

কবিতা পা ঝুলিয়ে সূর্যোদয় দেখে।

 

কবির মৃত্মু নেই

তবু কাঙ্খিত শব্দাবলি ব্রাকেটে ব্রাকেটে

হেঁদিয়ে পেঁচিয়ে অবশেষে দিবানিদ্রায়।

 

বেঁচে থাক কবি,

নাকে তুলো গুঁজে (!)

কবিতার নামাবলি গায়ে।