Samokal Potrika

নীল আকাশে স্বপ্ন আঁচল ছুঁয়ে

মেঘের পালক যায় যে ভেসে

ময়ূরপঙ্খী হয়ে।

ও মেঘ তুমি বৃষ্টি হয়ে ঝরো,

একলা ভোরের ধূসর চাদর

সবুজ দিয়ে ভরো।

ভালোবেসে কান্না আঁকো যদি,

ব্যথার পাহাড় ভিজিয়ে দাও

বাঁধভাঙা সুখ নদী।

ও মেঘ তুমি রাতের তারা মাখো,

তোমার বুকের জলছবিতে

আমায় ধরে রাখো।