Samokal Potrika

রাতের কাছে আমার আর কোনো শর্ত নেই

সময় চলে গেলে বৃষ্টির ফোটা শরীরময় হয় 

রাত ভাঙা জোনাকিরা যেভাবে একাকিত্ব ভাঙে

মনে হয় সারারাত ঘুম হবে না

তারাদের গোপন কথায় কান পেতে 

মেঘ হওয়ার ইচ্ছায় একটু করে বীজ পুঁতি

হয়তো জল দেওয়ার যোগ‍্যতা নদীর মতো নেই

অন্ধকার টাকেই অনেকটা ভালোবাসি।