Samokal Potrika

জানি এখানেই শেষ হয়ে গেছে

পথ

তারপরে পায়ে চলা নয় যেন

 

উড়ে যাওয়া সম্মুখে

                            অতল খাদ...

 

লতাগুল্মের মতো অকিঞ্চিৎকর কিছু---

ঝুলে আছে শেকড়বাক,  

গতি প্রতিরোধী মোহে---

 

পাপের মতো গুরুগম্ভীর ভারী সংকল্প

সামান্য আয়োজনে রুদ্ধ হবে না,

বৃষ্টির মতো ঝরে পড়বে সহসা

                            গহীন নীচে.....

 

কোনো প্রতিধ্বনি আসবে না ফিরে----

 

বাতাসের অক্ষমতা সকলেই জানে,

কেবল অবুঝ কান্না

                            এখনো ডুকরে যায়...