Samokal Potrika

বড় ইচ্ছে করে তোকে অন্ধ করে দিতে

ও আয়নায় মিশবেনা আর কোন কোমল গোলাপী

বড় ইচ্ছে করে তোর স্মৃতি চুষে খেতে

মগজের কোষ জুড়ে অমোঘ অসীম-

আমিই অন্তিম হব,আমিই আদিম।

 

মনে মনে ছিঁড়ে ফেলি,উফ কি ভীষণ

দাঁতে ও নখরে;পূর্বপ্রেমিকারা যত-নরম নরম

এর আগে যারাই ছিলো,প্রিয় সম্মোহন-

তারা তো ভালোই আছে,সুখী গৃহকোনে

উল বুনে,গ্রামোফোনে,সোহাগ যাপনে।

শুধু তুই এলোমেলো,এখনো নোঙর ফেলে রেখে-

তোর উপর মায়া হয়,বোকা ছেলে,আক্রোশ তার থেকে বেশি

কী নিপূন অবহেলা,দাগ মুছতে দিবিনা আমাকে?

আয় তোকে খেয়ে ফেলি,আয় তোকে নবজন্ম দেব

বেহায়া ঈশ্বরী আমি,সংস্কারে শিকল পরাবো।

রাজকন্যারা প্রথামত,আলগোছে প্রেম নিভিয়েছে-

তবু তুই হাতড়াবি,অন্ধকার ক্ষত বারবার।

তারা তো কবেই খসে গেছে,তারা তো ধূসরে মিশে গেছে

সোনার কাঠির পথ বেয়ে,করেছিল যারা আনাগোনা-

দানবী ছলাৎছল হোলে,তুমিও কি তরল হবে না।।