Samokal Potrika

নদী ও আকাশের নীল শূন্যতায় আঁধারের নিপুন আঙুল 

স্নান সারে গাঙ শালিক, ছায়ার সাথে পরিচয় বাড়ে প্রতিদিন- 

অনির্দেশ  হলুদ আচ্ছন্ন দক্ষিণের খোলা চরে ওড়ে বাবলা ফুল

উঁকি দেয়া বাঁকের নীরব মায়ায় অচেনা পথ, ক্রমশ শীতার্ত

তীর ঘেঁসে হাঁটার সময় পেরিয়ে এসেছি আত্মারামের সাদা নৌকা

অসংখ্য বিশ্বাসের কম্পমান ঢেউ ছোঁয়ায় ধ্যানস্থ হাসি আর চোখ 

সাঁকোর কোনো পা-দানি থাকে না, বাতাসের কারনে ছুটে আসে

কিসমিস কাঁটার কুহক, অপেক্ষা দাঁড়িয়ে থাকে একাকী উলঙ্গ-