Samokal Potrika

রোজ বিষ ঢালে জানলায় এসে, 

শূন্যের পথে নরকের দেনা করে।

অজুহাত খ্যাত চুমুতে প্রাণ, 

গিলছে অবিরত।

নিশিতেও পোড়ায় আহ্লাদে, 

আর গ্রাস করে কাঁপা স্বরে।

দু'মুঠো সুখের খোঁজে,

হাতড়ায় চিলেকোঠা।

দুনিয়ার যত প্রেম অপরাধী,

বোনে বিরহের জাল ডায়রির পাতা জুড়ে।

আগুনের গোলা হতে গড়ে রামধনু,

নিকষের জটে অভিলাষী।

মিছে টান স্মৃতির আঁচল ধরে,

এক দিগন্ত হয়েছে পার।