Samokal Potrika

এভাবে চলতে পারে না , কিছুতেই না 

সভ্যতায় আবার নেমে এলো আদিমতা 

কোথায় গেলে মানুষ নামের মানুষগুলো ? 

পুরো পাল্টে গেছে আমাদের যাপন চিত্র 

রক্ত আর আদিমতা নিয়ে রমরমা ওদের বৈভব

এই সময় রুখে দাঁড়াবার ঊষাকাল 

ভেবেছ কেউ নেই ? ভুলের মাশুল দিতে তৈরি হও 

দেখছো না কেমন মুটিবদ্ধ হাত এখনো উঁচুতে 

এসো কোন পবিত্র স্থানে আমরা জড়ো হই 

এসময় ভালবাসার আলো ছড়িয়ে দিই আমাদের বিস্তীর্ণ অঞ্চলে 

অনেক দিন মানুষ ভালবাসা পায়নি !