Samokal Potrika

শুনে নাও,আমার কিন্তু পকেট খালী

তুমি কি চাইছ দু'জন গৃহস্থালী

প্রেমটা সারি স্বপ্ন-দোষে?

আরে ধুস,কত প্রেম আছে বসে

সমান্তরাল পথ পেরিয়ে সুখের আশায়

আমিও প্রেম রেখেছি ভাড়ার বাসায়

 

শুনে নাও, গতজন্মের অভ্যেস

দিনের সকল হিসেব নিকেশ

সারতে গিয়ে সামনে আসে আর একটা দিন

ঠোঁটেতে হায় নিকোটিন

দারুন বাঁচে সুকৌশলে রসে বশে

চাইছো তুমি আলাপ সারি স্বপ্ন-দোষে?

 

শুনে নাও, বুকের সব বোতাম খুলে

কথা বলি। তোমার চুলের

গনজধ শুঁকি একান্তই বদ খেয়ালে

পলে পলে হালকা চালে

ডুবে থাকি আকন্ঠই শঙ্খ ঘোষে

চাইছো তুমি গৃহস্থালী স্বপ্ন-দোষে ।