Samokal Potrika

"বিশ্বে যা-কিছু মহান্ সৃষ্টি চির-কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।"
পৃথিবীতে নারীর অবধান শুধু অর্ধেক নয়! কিছু কিছু ক্ষেত্রে ইসলাম নারীকে দিয়েছে পূর্ণ অধিকার সম্মান ও মর্যাদা।

একজন নারী চারটা সম্পর্কের বন্ধনে আবদ্ধ অথবা আমারা নারীকে চারটা সম্পর্কে সম্বোধন করে থাকি যথা: মা, বোন, স্ত্রী ও মেয়ে।
নারী এই চারটা সম্পর্কে সম্মানিত, আলোচিত, গৌরবান্বিত ও গুণান্বিত। যে সম্পর্কগুলো নারীকে দিয়েছে পূর্ণ অধিকার সম্মান, সর্বোচ্চ নিরাপত্তা ও মর্যাদা। একজন নারী কারো না কারো মা, বোন, স্ত্রী ও কন্যাসন্তান।

নারীর সবচেয়ে বড়ো সিকিউরিটি অথবা বডিগার্ড  চার জন পুরুষ। অথবা নারী চারজন পুরুষের কাছে সবচেয়ে বেশি সুরক্ষিত ও নিরাপদ। একজন মা তার সন্তানের কাছে সবচেয়ে বেশি  নিরাপদ। একজন বোন তাঁর ভাইয়ের কাছে সবচেয়ে বেশি নিরাপদ। একজন স্ত্রী তার স্বামীর কাছে সবচেয়ে বেশি নিরাপদ। একজন সন্তান তাঁর বাবার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি নিরাপদ।

একজন পুরুষের চারজন আপন নারী আছে। সন্তানের কাছে চাচী, জেঠী, খালা, মামী ও ফুপীর চেয়েও অধিক আপন তাঁর মমতাময়ী  মা।
একজন স্বামীর কাছে তাঁর সমস্ত বন্ধু বান্ধুবীর থেকেও অতি আপন তাঁর জীবনসঙ্গী অর্ধাঙ্গিনী স্ত্রী।
একজন ভাইয়ের কাছে তাঁর সকল খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোনের চেয়েও আপন ও প্রিয় তাঁর আপন রক্তের বোন।
একজন বাবার কাছে ভাগ্নি, বাইস্তীর চেয়ে আপন নিজে ঔরশজাত সন্তান।

একজন মা তার সন্তানের কাছে সম্মানিত ও অধিকারপ্রাপ্ত। এক বোন তার ভাইয়ের কাছে সম্মানিত ও অধিকারপ্রাপ্ত।
একজন বউ তার স্বামীর কাছে সম্মানিত ও অধিকারপ্রাপ্ত। একজন কন্যাসন্তান তাঁর বাবার কাছে সম্মানিত ও অধিকারপ্রাপ্ত।

একজন ছেলের কাছে মা ছাড়া তাঁর সমস্ত পৃথিবীটাই অন্ধকার আশ্রয়হীন ও ছায়াহীন।
একজন ভাইয়ের কাছে বোন ছাড়া তাঁর জীবনটাই এলোমেলে ভাইয়ের দুঃখে কষ্টে একমাত্র সাথী তাঁর বোন।
একজন স্বামীর কাছে স্ত্রী ছাড়া তাঁর জীবনটাই অসম্পূর্ণ স্ত্রীর ভালোবাসায় স্বামীর জীবন পরিপূর্ণ।
একজন বাবার কাছে নিজের কন্যাসন্তান ছাড়া তাঁর সমস্ত ঘরটাই নিষ্প্রাণ। বাবা তাঁর মেয়ের গায়ে মায়ের গন্ধ খুঁজে পায়।

ইসলামি আইনে একজন নারী চারজন পুরুষের কাছ থেকে সম্পত্তির উপর দাবি অথবা অধিকার আছে। অথবা চারজন নারী একজন পুরুষের সম্পত্তির উপর অধিকার  ভাগ কিংবা দাবি আছে। একজন মা তাঁর সন্তানের সম্পত্তির উপর অধিকার আছে। একজন বোন তার ভাইয়ের সম্পত্তির উপর অধিকার আছে। একজন স্ত্রী তার স্বামীর সম্পত্তির উপর অধিকার আছে। একজন মেয়ে তাঁর বাবার সম্পত্তির উপর দাবি ও অধিকার আছে।
নারী নয় শুধু নারী/নারী জননী, ভগ্নী, কন্যা, অর্ধাঙ্গিনী/কে বড়ো? নর না নারী/নারীর অধিকারে করো না বারাবারি/নারীর মর্যাদা অপরিসীম, আকাশস্পর্শী।

Search Here..