Samokal Potrika

ফাগুনের পলাশ বনে

দেখেছি গৃহ আঙণে 

দেখেছি দশভূজারূপে

আবার স্নেহময়ী হয়ে 

আশ্চর্য নারী প্রকৃতি

 রয়েছ তুমি যে ঘিরে। 

আমন ধানের ক্ষেতে

দেখেছি নব প্রভাতে 

আবার গ্রহ গ্রহান্তরে 

তুমি যে বেড়াও ঘুরে 

কি রূপে শোভিত হয়ে 

প্রেরণা দিয়েছ মোরে। 

অস্ত্র ধরিছ হতে 

মুছে দিতে জঞ্জালে

সকল দায়ের বোঝা 

তুমি নিয়েছ যে তুলে 

অনন্যা হয়ে দিয়েছ তুমি 

জীবন পূর্ণ করে।