Samokal Potrika

হিমাঙ্করেখা পার হয়ে ঢুকে পড়েছি রাত্রির আঁধার অনুভবে

নীরবতা এখন ক্রমাগত বিস্তারিত

কালের পাতায় লেখা হচ্ছে মহাকালের নতুন অধ্যায়

 

জীবনের সব কোলাহল কলকণ্ঠ নেমে গেছে সপ্তসিন্ধু জলে

পৃথিবীর খড়কুটো, ধুলোমাটি মায়া ত্যাগ করে, সহস্রাব্দের সব মান-অভিমান তুচ্ছ করে ভালোবাসা আজও স্থির শিল্পকলা

 

সেইসব ভালোবাসা...স্মৃতিগন্ধ...মেঘমালা...স্বপ্নঘোর

নিদ্রাহীন রাত...জলঝড়  

ডুবে যাচ্ছি, ক্রমশঃ ডুবে যাচ্ছি জলের জঠরে

আহ্...! তরল নিভৃতি

ওহ্...! পরম শান্তি