Samokal Potrika

রাতের সমস্ত অন্ধকার জানে, আমার মুহুর্তকে I
নিকোটিনের নেশায় ক্লান্ত তারাগুলো মাতালের মত ঢলে পরে নৈঋত কোনে যখন;
আমার আঙ্গুল যখন স্পর্শ করতে চায় তোমায় ;
তুমি তখন আবদ্ধ তোমার দম্ভে অথবা রসিকতায় I
নিকষ কালো আমার প্রেম আদর করে, তোমার
সাপের মত ফণা তোলা শরীরকে I
সব বিষ পান করতে চায় কোষ I
আমি তখনও পথ চলি, আমার অন্ধকার প্রেমিকাকে নিয়ে I