Samokal Potrika

আগুনে যেটুকু ধার ছিল তাতে কেটে কেটে ক্ষয়ে যাওয়া
মাংস টুকরো রাখা আছে
পাত্রে।
আমার হাতেই ধরা ছিল সে ছুরি
কিছু রক্ত চেয়ে ছিলাম তোমার
শুকনো মোমের মত তুমি দূরে সরে আছো  
অথচ অন্ত্রে দূষিত আঘাত ছড়িয়ে আছে  
একটা পাখির কোটরে শুয়েছিলাম
সেই খড়-কুটো শান্তি তোমার
শক্ত মুঠোয় ভালবাসা নেই ও নরম ঘাস গালিচার নিচে
জমা আছে আর্দ্রতা।