Samokal Potrika

ভালোবাসার অন্তিক মুখগুলো 
সরে যাচ্ছে একে একে ।
নব কালের নতুন মুখগুলো 
পৈশাচিক চাতুর্যে ভরা ।
প্রেমের পরিণত ফুল 
ফোটে না ওদের মালঞ্চে ; 
চাওয়া পাওয়ার মাশুক দ্বন্দ্বের
ভাবনায় প্রয়োজক মুহ্যমান ।

কৃত্রিম সহাস্য বদন 
ভালোবাসার অন্তরায় হয়ে 
জন্ম দেয় বিষবৃক্ষ ।
শরীরে মরফিন নিয়ে 
কনক চাঁপার নিনাড় শরীরে 
হাত বাড়ায় কালরাত্রির মধুপায়ী ভ্রমর।
প্রভাত হলে জীবন্ত গড্ডলিকা প্রবাহ
আপন শৈলী বৃত্তের মাঝে ।