Samokal Potrika

স্ত্রী নয়, যৌনদাসী ভেবে

আমাকে খেয়েছো অস্থি মজ্জায়,

আমাকে মেরেছো মননে।

স্তনে তোমার দন্ত নকশা ক্ষতর জিয়ন

যোনীতে প্রতিবন্ধক বিষ যাপন

বেচে আছি স্থবির মগজচাষে

তবু তুমি আজন্ম ঘাতক

উলঙ্গ দানবীয় বিরস উগ্রতায়

মুখে ঠেসে দিয়েছো তোমার উত্থিত লিঙ্গ।

চোস মাগী.....

আমার এ মৃত্যু প্রতিমুহূর্ত জানে

জানেনা এ দৈন্য বিশ্ব,

এক জন্মে নারী কতবার মরে?