Samokal Potrika

বন্ধু হে জানি ঠিক কতখানি আমি জানি নাকো কাব্যের,

নৌকা ভাসাতে মাঝি দাঁড় হাতে খেলে যায় শুধু নাব্যে ।

.

জল কোথা কত দাঁড় অবিরত খোঁজ নিয়ে ফেরে, তাই—

তরী তরতরে উদাসী লহরে ভেসেছে নির্দ্বিধায় ।

.

অন্ধ ব'লে কি যত জাল মেকী আসলি নামেই চলবে ?

আঁধারের কাছে নাম লেখা আছে, আলো এলে ঠিক বলবেই। 

.

জানি ভালো জানি ঠিক কতখানি আমি অনাহূত কাব্যে..

জানি মহাশয় কোন হাসিতে হয় ঠিক কতটুকু দাঁত-বের ।