Samokal Potrika

অলীক মায়ায়,  ঘর বেঁধেছো গোপন।

দুয়ারখানা দু হাট করে খুলে?

বদ্ধ আছি হৃদয় জুড়ে এ ক্ষন

হঠাৎ করে যেতেই পারি ভুলে।

 

ঠোঁটের ডগায় নিবিড়তার ডাক

বিকেলসুখী আবেগপরাণ এষায়।

কিছু কথা চুপটি করেই থাক

নতুন কোন সর্বনাশের নেশায়।

 

মলিন ছবি কে কবে রাঙালো

খামখেয়ালী পুড়ছে নরম সুখে

অস্তরাগের রুপ দেখেছো আলো

বিবর্ণ এক পলাতকার বুকে।