Samokal Potrika

জন্ম জন্মান্তর ধরি, করিয়াছি --

বন্দনা। 

দেখিয়াছি, অন্তরাল হ‌ইতে! 

মূঢ়তা জড়ানো আনমনা। 

অন্তর -----বিকার‌উন্মত্ত, নিন্দিত শঙ্কায় --

নিঃস্পন্দিত! 

বহ্নিশিখালালায়িত ----

দূরত্ব! 

কামনাভিলাষী 

সুদূরসঙ্গিনী সংযত-- প্রেমালাপে! 

অনধীকারী কাব্যের শিরোনাম --

পাথর নয়ণে তাঁহার চাউনি --

ক্রীতদাসী। 

 

দিবসজ্জ্যোতী? গা-ঢাকা সৌরগ্ৰহণে। 

শুভমূহুর্তগুলির দ্বারপাল! 

অসিহস্তে উদ্যত। 

মহাদানের সম্ভার নির্জনে ক্রন্দনরত, 

হতাশায়। 

মিলনের যোগ্য --বঞ্চিত বাসনা 

বজ্র হানিছে ।

 

অশ্রুতপ্রেম ক্রন্দিতে উদ্যত, ব্যর্থ 

নিখিল চাহিয়া লজ্জাবস্ত্র ঢাকিছে --

দিবস-ত্রিমিরে। 

একমুঠো লক্ষভেদ পতিত শৈত্য রবি! 

নিঃশব্দ স্নিগ্ধ ক্ষতিগ্রস্ত 

দণ্ডায়মান। 

কণ্টকে গ্রন্থিত কমলে। 

 

বিরহস্বপ্ন ঘনীভূত আজি জীবন ঝালটে

বিচ্ছেদের কক্ষে অজস্র বেদনা। 

পুঞ্জিত রণবাদ্য দূদুমার ধ্বণীতে 

এলোকেশী। 

ছায়ারুপে যাঞ্চিছে! 

দীর্ঘ প্রতিক্ষার, কম্পিতবক্ষের, 

প্রেমামৃত স্নান। 

 

অন্তহীন অপ্রকাশিত শান্ত, বিষন্নদীর্ঘশ্বাস 

আসন্ন কলঙ্কচিহ্নের দায়বদ্ধতা। 

না  সহিতেই মিলন্মূখ, 

যৌবন বাসনার প্রবাদ কৌতূহলে 

বন্ধু  বিচ্ছেদের ভ্রমিম 

অঙ্গরাজ প্রমাণ। 

 

নিরাকার বেদনা অদৃশ্য গ্ৰহাণূপূঞ্জ সম 

কলমের কালির মতো দাগকাটিয়াছে 

সে---- হেন  বিধু-বদনে। 

লুপ্তধুমকেতু দর্শনে দংশিছে 

প্রেমাতূরহ বাঞ্ছা। 

অদৃষ্ট অহংকারী কাঁদিছে মহীধর হৃদ। 

 

আপনার নিকট আপনি অপরিচিত 

গহন অরণ্যে বিচারিত কোন 

ভ্রমর- ভ্রামরী 

অপর লাগি সঞ্চিত-রক্ষিত 

প্রেমসঞ্চয় কাঁদিছে! 

অনন্ত বিষন্নতার তীরে।