Samokal Potrika

আজকাল বড় কঠিন লাগছে

শব্দগুলো,

আবছা হচ্ছে মেলোডি;

তবে কি ওদের অক্সিজেন প্রয়োজন!

কিংবা একটু মুক্ত নীল।

 

চাহিদা আর রেস

এগোচ্ছে-

সংযম,ভিত-এর গতি শ্লথ

সিঞ্চন ঘটায় কবিত্বের।

 

মামুলি রসবোধ উৎকর্ষতা পায়

দাপুটে কলমের আগায়,

সে সবই নীরব হয়ে

'রাজ' আর 'নীতি' সন্ধি জুড়েছে-

চৌকো খোপে একে একে

চাল দিচ্ছে ;

বাজিমাত করছে একক্কা-দোকক্কার গন্ডিতে।।