" />

Samokal Potrika

A dream you dream together is reality.    

                                                 -------  John  lenon 

আমার দাদু শেষ বয়সে গঙ্গার ঘাটে চুপটি করে বসে থাকতেন।কিছুতেই বাড়ি ফিরতে চাইতেন না।ঘাটেঈদপু বসে থাকাটা ছিল নেশার মতন।বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়তেন।প্রায়শই আমি দেখতাম সে দৃশ্য।ঘন বর্ষায় ভরা নদীর দিকে চেয়ে তাঁর পলক পড়ে না।মাঝে মধ্যে জেলে ডিঙি ভেসে যায়।লঞ্চ ছুটছে গন্তব্যে।ওপারের  কোন চিমনি চুপচাপ আকাশে কিছু খুঁজে চলেছে....

এপারে ঘাটে স্নান সেরে গামছায় এলোচুল মুছছে ফুটপাথ  বাসিনী মা।পাশে বসে জিগ্যেস করতাম দাদুকে--কি দেখেন এতো?অনেক্ষন পর মৃদু শান্ত উত্তর আসতো ---" শিকড়"...

দাদু চলে গেছেন।বাবাও নেই বহুকাল।আজকাল আমাকেও ঐ এক রোগ গ্রাস করেছে।চুপচাপ ঘাটে গিয়ে বসে থাকি।মনে হয় শুনতে পাই,দাদুর গলা ---"দ্যাখ রে পোলা,চোখ মেইল্যা দ্যাখ আমাগো মারে...,,,।আমি চেয়ে থাকি।দৃষ্টি চলে যায় বহুদূর।এপার বাংলার দামোদর--রূপনারায়ন-গঙ্গা হয়ে ওপারে পদ্মা -মেঘনা-মধুমতি-যমুনা পেরিয়ে বহুদূরে।যেসব নদীর গন্ধ মস্তিষ্কে পৌঁছায়নি,সেসব নদীর স্বপ্ন দেখাতেন দাদু।এখন আমিও মাঝে মধ্যে ভাবি,একবার যদি পারতাম লোহাগড়ার পাশে  মধুমতী নদীর পারে রাত কাটাতে।যেমন করে আমার মা নৌকো কপ্রে তাঁর বাপের বাড়ি ফরিদপুর থেকে ঢাকায় এসেছিলেন ছোট্ট কনে বউ সেজে...