Samokal Potrika

শেষ ট্রেনের কু ঝিক ঝিক শব্দের সাথে সাথেই অদ্ভুত এক নীরবতা নামে সারা প্লাটফর্ম জুড়ে

তেমনি; তোমার পাঠানো দিনের শেষ বার্তা "শুভ রাত" এর সাথে সাথে নীরব হয় আমার মুঠোফোন সঙ্গী বিষন্নতায়

আমি জেগে থাকি, প্রহর গুণি; নোনা জলে ভেজাই বালিশ; বুকে চিনচিন ব্যাথা; কীসের যেন অভাব; কী যেন তাড়না

এ ভাবেই এপাশ ওপাশে তুমিহীন রাত কাটে আমার একাকীত্ব সঙ্গী করে; সকাল হতেই জেগে ওঠে মুঠোফোন "সুসকাল" বার্তায়

যেমন; ঝিম ধরা প্লাটফর্মের ঘুম ভাঙে "চায় গরম; গরম চায়ে"; সকালের প্রথম ট্রেনের সাথে....