Samokal Potrika

যে মানুষটার চোখ নেই; সেও অন্ধকার দেখতে পারে— এই ভেবে নাচের দৃশ্য থেকে লোকগুলো কুড়িয়ে আনে ঘুঙুরের শব্দ।

নিষেধের পাশে খুলে রাখে কাঠের জুতো। ডানার আকাঙ্ক্ষা নিয়ে পাখিদের উড়তে দ্যাখে— তৃণভূমি।

শরাবখানায় জুতো বিক্রেতারা সফলভাবে এ' প্রসঙ্গ পালটে দেয়— অন্ধ গানওয়ালার কণ্ঠে; যে গানের মাঝে ঈশ্বর নামাতে পারে।

 

কাঠের জুতো পড়লে পৃথিবীর আয়ু বেড়ে যায়। অথচ  ঈশ্বরের আয়ুরেখা ধ'রে লোকগুলো বিভ্রান্তির পথে চ'লে যাচ্ছে।

কাঠের জুতোর বদলে কেউ খুলে রেখে গ্যাছে তাদের পাদু'টো।

আহত পাখির পালকে কষ্ট লুকোনোর মত ক'রে বাকিরা যখন লুকিয়ে রাখে— অসংখ্য পা; অসংখ্য গানওয়ালা।

 

করাতের ঠোঁটের নিচ থেকে তখনো ভেসে আসছে মোলায়েম গানের স্বর।