Uploaded On : December 10, 2017
আঁধারের সাতকাহন পড়তে পড়তে মনের দরজাটা বন্ধ করে ফেলি,
দেখি, ঝড় এসে কড়া নাড়ে কিনা।
তখন দেখে নেয়া যাবে তার চোখে কতখানি আলো চমকায়।
ভেতর বাহির আর বাহির ভেতর এক হয়ে যাবে ?
নাকি শোনাতে বসবে অন্য কোনো গান?
বিজলীর কাছে হাত পেতে নেব আখর আদর,
তাই বসে থাকি জানালার পাশে নির্ভয়ে।
ওৎ পেতে থাকে দুই অলিন্দ বজ্রনির্ঘোষ বুক পেতে নেয়ার অপেক্ষায়।