Samokal Potrika

আমি আজও শিখিনি বেচে থাকা,

আমি আজও নিঃস্ঙ্গ নারী শরীর।

বন্ধুর পথে ছোঁয়াচে অশ্লীল বোধ,

গণ্ডির সীমারেখা আজন্ম তুলেছে প্রাচীর।

স্তন, যোনী, পোশাকি আতশে ভাঙে,

ফণা তোলে চোখ ক্ষুধার্ত পৌরুষে।

মেয়ের আগে বিশেষণ পলেস্তারা,

বয়সের আগে দানবীয় মুল্যবোধ পড়ে খসে।

কত বড়ো বুক, ছিদ্র গন্ধি পায়ের ফাঁক,

হাত নিশপিশ, উত্থিত লিঙ্গের খিদে

নারী শরীর আমি, মায়ের মমত্বহীন

প্রতিমুহূর্ত আমাকে খাবে চোখেমুখে

কার কি আসে যায় মেয়েরা মরলে অবসাদে!