Samokal Potrika

সমকাল একটি বাংলা ই-ম্যাগাজিন। নতুন ভাবনা ও আঙ্গিকের সাহিত্য পত্রিকা। সমকাল কোন ব্যক্তি নামের পিছনে নয়, সমকাল নতুন প্রতিভার সন্ধানে ব্রতী। প্রতিভাকে কোনভাবে চেপে রাখা না গেলেও সঠিক মাধ্যম না পেলে তার বিকাশ বিলম্বিত হয়।  তাদের জন্যই নব যৌবনের দূত হয়ে চলবে সমকাল। চাই শুধু নব প্রজন্ম প্রথাগত ভাবনা ও শৈলীর বাইরে নিজস্ব ধারা তৈরি করুক। বাংলা সাহিত্যে সমকালের হাত ধরে আসুক লেখার নতুন আঙ্গিক। সমকাল চিরকাল ভাবনা ও প্রতিভার প্রকাশ মঞ্চ হয়েই থাকতে উদ্যোগী।

সমকাল ভাবনায় বৃক্ষ হত্যা নিজেকে হত্যার সামিল। কাগজ প্রস্তুতে যে পরিমাণ সবুজ ধ্বংস হয়, সমকাল তা সমর্থন করেনা। সুতরাং বিকল্প প্রকাশ ধারনা ছাড়া সমকালের পথচলা সম্ভব নয়। কাগজ পত্রিকা থেকে ই-ম্যাগাজিন বা ই-পত্রিকায় রূপান্তর তারই বিকল্পিত আত্মভাবনা। পরিবেশ সুস্থচিত্ত হলে মানুষ বাঁচবে। মানুষ সুন্দর থাকলে সমকাল বাঁচবে। আমরা প্রকাশ ভাবনায় বদল এনেছি, চাই সাহিত্য ভাবনাও বদলাক।